বুয়েট শিক্ষকের কারাদন্ড ও অনলাইন এক্টিভিস্টদের নিরবতা!!
লিখেছেন লিখেছেন মহসিন মাসরুর ০১ জুলাই, ২০১৩, ১১:১৮:১৩ রাত
যে স্ট্যাটাসের কারনে বুয়েটের শিক্ষক জনাব রানাকে সাত বছরের কারাদন্ড দেওয়া হল, তা হলঃ
"হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় মারব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টানিয়ে রাখব। যাতে বুয়েট ধ্বংস করতে না পারিস।"
এখন কথা হল, এই স্ট্যাটাসের কোথাও কিন্তু 'শেখহাসিনা' বা 'প্রধানমন্ত্রী' শব্দ লিখা হয়নি। আমাদের প্রধানমন্ত্রী নিজে নিজে ধরেই নিয়েছেন যে এই পৃথিবীতে 'হায়েনা' বলতে একমাত্র তাকেই বুঝায়।
এখন একটা গল্প বলি।
একবার ঢাকা শহরে এক পাগল রাস্তার মাঝে দাড়িয়ে জোরে জোরে চিতকার করছিল, "প্রধানমন্ত্রী একটা কুত্তার বাচ্চা, প্রধানমন্ত্রী একটা কুত্তার বাচ্চা।" একটু পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। পুলিশ তাকে জিজ্ঞেস করল 'তুমি আমাদের প্রধানমন্ত্রীকে কুত্তার বাচ্চা গালি দিলে কেন?'
সে বলল 'আমিতো আমাদের প্রধানমন্ত্রীর কথা বলিনি। আমি বলেছি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কথা।'
পুলিশ বলল 'আরে, আমাদের মখা পাইছ নাকি? আমরা কি জানিনা যে কোন দেশের প্রধানমন্ত্রী কুত্তার বাচ্চা?'
এখন আসি আসল কথায়। বুয়েটের ঐ শিক্ষক নিজেই বলেছেন যে তিনি ওখানে হায়েনা বলতে দূর্নীতি কে বুঝিয়েছেন। ঐ শিক্ষক শুধুমাত্র সরকারপন্থী না হওয়ায় একটি অতি সাধারন স্ট্যাটাসের কারনে তাকে অন্যায়ভাবে ৭ বছরের কারাদন্ড দেওয়া হল। কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রত্যেকটি ঘটনা বাংলাদেশে অপর রাজনৈতিক দলের জন্য স্ট্যান্ডার্ড হয়ে থাকে। আগামীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই ঘটনাকে স্ট্যান্ডার্ড ধরে তাদের বিরুধী লোককে ভার্চুয়াল জগতে অতি সামান্য কোন লেখনীকে ভিত্তি করে ইচ্ছেমত হয়রানী করবে, তখন কেউ কিছু বলার থাকবে না। তখন অনলাইনে লেখালেখিও অনেক ঝুঁকিপূর্ন হয়ে যাবে। তাই আমাদের উচিত এখনই এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।
সবচেয়ে আর্শ্চযের কথা হচ্ছে, যে বুয়েটের ছাত্ররা নিজের প্রতিষ্টানকে রক্ষার জন্য রক্ত পর্যন্ত ঝরালো সেই ছাত্ররা তাদের সারিতে দাড়িয়ে আন্দোলন করার ফলে একজন শিক্ষকের সাত বছরের কারাদন্ডের প্রতিবাদে একটা মানবন্ধন পর্যন্ত করতে পারল না।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন